সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করা হয়েছে। সোমবার (২৩ জুন) তাকে আটক করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশের ডিসি বলেন, সাবেক সিইসি নূরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্তার ঘটনায় রোববার রাতেই উত্তরা পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাতেই গ্রেপ্তার নূরুল হুদাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। এসময় তাকে গলায় জুতার মালা পরিয়ে দেন কয়েকজন।