নীলফামারীতে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের চাড়ালকাটা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকাল ৪টার দিকে ইউনিয়নের বারইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুর রহমানের ছেলে রিফাত হোসেন(৮) ও লোকমান হোসেনের ছেলে নিয়াজ উদ্দিন(৭)।

স্থানীয়রা জানান, দুপুরের পর বাড়ি থেকে বের হয়ে যায় তারা। বাড়িতে না আসায় বিকালে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে নদীর ধারে তাদের স্যান্ডেল দেখতে পাওয়া যায়। এ সময় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই ছিল। রাতে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম আর সাঈদ বলেন, ঘটনাটি সম্পর্কে কেউ আমাকে জানাননি।