নিষিদ্ধ হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের অন্তত ৩৬ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (৭ মার্চ ) থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশে হিযবুত তাহরীরের ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (৮ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে ফেসবুকে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে সাইফুল ইসলাম নামে হিযবুত তাহরীরের একজন গুরুত্বপূর্ণ সংগঠক রয়েছেন।

হিযবুত তাহরীর সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ।

জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে।

শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় হিযবুত তাহরীর ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি দিয়ে মিছিল বের করার পর পুলিশ তাদের গ্রেপ্তারে দেশব্যাপী তল্লাশি শুরু করেছে।

পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। আমরা হিযবুত তাহরীরের অনেক সদস্যকে শনাক্ত করেছি এবং নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য তাদের গ্রেপ্তার করা হবে।

পুলিশ এই দলের সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে।