পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের সাগর দ্বীপ ও খেপুপাড়া এলাকায় গভীর নিম্নচাপটি এখন ঢাকা ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার (২৯ মে) ঢাকায় সারা দিন বৃষ্টি হয়েছে। এতে কর্মজীবীদের বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয়।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায় ,বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপ আকারে ঢাকা ও এর আশপাশে রয়েছে । সূত্র জানায়, গভীর নিম্নচাপ থেকে এটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
আজ এটি লঘুচাপে পরিণত হবে। অর্থাৎ আজকের মধ্যেই এর শক্তি অনেকটাই কমে আসবে। তবে এর প্রভাবে আজ দিনভর বৃষ্টি হবে এবং আগামীকাল শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে জানিয়েছে, আজ এই নিম্নচাপের প্রভাবে দেশের অন্তত পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম আজ সকাল সাড়ে ৮টার দিকে গণমাধ্যমকে বলেন, গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার রাতেই স্থল নিম্নচাপ আকারে সাতক্ষীরা ও এর কাছাকাছি এলাকায় অবস্থান নেয়। এরপর থেকে এটি স্থল নিম্নচাপ আকারে রূপ নেয়। এখন নিম্নচাপের কেন্দ্র ঢাকা ও এর আশপাশে আছে। এটি ধীরে ধীরে উত্তর বা উত্তর-পূর্ব দিকে এগোতে থাকবে।
নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার (২৯ মে) দেশের বিভিন্ন অঞ্চলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকায় বৃহস্পতিবার থেকে প্রবল বর্ষণ চলছে। বৃহস্পতিবার নোয়াখালীর মাই থেকে উঠে ১৬৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। রাজধানীতেও প্রবল বৃষ্টি হয়। এ সময় রেকর্ড করা হয় ৮৬ মিলিমিটার বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আজ ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে অতিভারী বৃষ্টি বলা হয়।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, নিম্নচাপটি আজই দিনের পরের দিকে লঘুচাপে পরিণত হতে পারে। তবে এর প্রভাব রয়ে যাবে, অর্থাৎ বৃষ্টি হতেই থাকবে। এই নিম্নচাপের গতি এখন সিলেটমুখী।