সরকারি চাকরির কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিকে ‘খুবই উত্তপ্ত’ মন্তব্য করে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। সেই সাথে আন্দোলনকারীদের ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে সতর্কতা জারি করে দেশটি জানিয়েছে, বৃহস্পতিবার সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে ঢাকায় নিজেদের দূতাবাস। এর পাশাপাশি মিশনের কর্মীদের চলাচল কূটনৈতিক জোনে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দূতাবাসের জারি করা সতর্কবার্তায় আরো বলা হয়, “গত কয়েক দিন ধরে সরকারি চাকরির কোটারবিরোরধী ছাত্র বিক্ষোভ চলেছে এবং ঢাকা ও অন্যান্য শহরগুলোতে সহিংস সংঘাতের খবর পাওয়া গেছে। খবরে বলা হচ্ছে, সারা দেশে কয়েকজন মারা গেছেন এবং শতশত ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি খুবই উত্তপ্ত। বিক্ষোভের কারণে স্থানীয় পরিবহন সেবা বাধাগ্রস্ত এবং ঢাকায় আসা-যাওয়া কঠিন হয়ে উঠতে পারে।”