নাইজেরিয়ায় সাপ্তাহিক হাটে বন্দুকধারীদের গুলিতে নিহত ৪৩

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যের একটি সাপ্তাহিক হাটে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন।

গতকাল সোমবার রাজ্যটির গভর্নরের দপ্তর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর রয়টার্সের।

বিবৃতিতে গভর্নর আমিনু ওয়াজিরি টামবুওয়াল জানিয়েছেন, রাজ্যের গোরোনিও এলাকার একটি সাপ্তাহিক হাটে রোববার হামলা শুরু করে সোমবার সকাল পর্যন্ত তাণ্ডব চালায় হামলাকারীরা।

তিনি বলেন, ক্রেতা ও বিক্রেতায় হাট যখন সরগরম তখনই বন্দুকধারীরা এসে তাণ্ডব শুরু করে।

তিনি আরও জানান, হামলাকারীরা চারদিক থেকে ঘিরে ধরে হাটে থাকা লোকজনকে লক্ষ্য করে নির্বিচার গুলি শুরু করে।

হাটের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা সংখ্যায় অনেক বেশি হওয়ায় তারা আর পেরে ওঠেনি।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ নৃশংস হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।

Comments (0)
Add Comment