ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অভিযান চালিয়ে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের একটি কারাগার থেকে ২৬৬ জন বন্দিকে মুক্ত করেছে বন্দুকধারীরা। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটেছে।
অভিযানে এক পুলিশ কর্মকর্তা ও এক সেনা নিহত হয়েছেন। এছাড়াও হামলার পর দুই পাহারাদারকে গুম করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, হামলাকারীরা বিস্ফোরণ ঘটিয়ে কারাগারে তিন দিকের বেষ্টনী ধ্বংস করে দেয়। পরে বন্দুকধারীরা বন্দিদের মুক্ত করে দেয়।