নাইজেরিয়ায় মসজিদে গুলি চালিয়ে গ্রামের অন্তত ১৮ জন বাসিন্দাকে হত্যা করা হয়েছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে গত সোমবার ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, রাইজার রাজ্যের মাশেগু অঞ্চলের মাজাকুকু গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিশ বলছে, হামলাকারীরা জাতিগতভাবে ফুলানি যাযাবর পশুপালক। হামলার পর তারা পালিয়ে গেছে।
এ ধরনের ঘটনায় চলতি বছর সেখানে কয়েকশ মানুষ নিহত হয়েছে। বিশুদ্ধ পানি এবং জমির জন্য কয়েক দশক ধরে চলা সংঘাত এভাবে প্রাণ যাচ্ছে নিরীহ গ্রামবাসীর।
মাশেগু স্থানীয় অঞ্চলের চেয়ারম্যান আলহাশান ঈসা বলেছেন, বন্দুকধারী মসজিদে ঢুকেই গুলি চালানো শুরু করে।
নাইজার পুলিশ কমিশনার কুরইয়াশ বলেছেন, হামলার ঘটনাটি গ্রামবাসী এবং ফুলানি পশুপালকদের মধ্যে সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত।
সূত্র: ইন্ডিয়া টুডে।