এক সময়ের জনপ্রিয় সেডান ‘আরএসএক্স’ নতুন রূপে ফিরিয়ে আনছে হোন্ডার প্রিমিয়াম ব্র্যান্ড আকুরা। তবে এবার এটি সেডান নয়, বরং প্রিমিয়াম অল-হুইল ড্রাইভ বৈদ্যুতিক ক্রসওভার হিসেবে। এই গাড়িটি হোন্ডার নতুন গ্লোবাল ইভি প্ল্যাটফর্মে তৈরি প্রথম মডেল, যা ভবিষ্যতে প্রতিষ্ঠানটির আসন্ন ‘হোন্ডা জিরো’ সিরিজের ভিত্তি হবে। আগামী বছর থেকে এর উৎপাদন শুরু হওয়ার কথা।
যুক্তরাষ্ট্রের ‘মনটেরি কার উইক’ আয়োজনে ‘দ্য কোয়েল মোটরস্পোর্টস গ্যাদারিং’ ও ‘পেবল বিচ কনকোর্স ডি’এলিগ্যান্স’-এ প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে আরএসএক্স প্রোটোটাইপ। ওহাইওতে অবস্থিত হোন্ডার ইভি হাবে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে গাড়িটির উৎপাদন শুরু হবে। একই লাইনে তৈরি হবে আকুরার ইন্টেগ্রা।
এই বৈদ্যুতিক এসইউভি হোন্ডার ‘সফটওয়্যার-ডিফাইন্ড’ গাড়ির নতুন যুগের সূচনা করবে। এতে প্রথমবারের মতো ব্যবহৃত হচ্ছে হোন্ডার নিজস্ব অপারেটিং সিস্টেম ‘আসিমো’। এই সিস্টেমটি গাড়ির মূল ফাংশনগুলো নিয়ন্ত্রণ করবে এবং ওভার-দ্য-এয়ার আপডেটের মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে আরও উন্নত হবে। এটি আকুরার বর্তমান জেডডিএক্স মডেল থেকে ভিন্ন, যা জেনারেল মোটরসের আল্টিয়াম প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি।
আরএসএক্স প্রোটোটাইপটির নকশা গত বছর প্রদর্শিত ‘পারফরম্যান্স ইভি’ কনসেপ্টের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। গত বছরের পারফরম্যান্স ইভি কনসেপ্টের ওপর ভিত্তি করে বানানো হয়েছে নতুন প্রোটোটাইপ। এটি কিছুটা পরিমিত আকারে হাজির হয়েছে। সামনের অংশে স্লিম ডে-টাইম রানিং লাইট, মাঝখানে বড় আকুরা লোগো এবং পেছনে টেইললাইট রয়েছে। গাড়ির কুপের মতো গড়ন ও ফাস্টব্যাক রুফলাইন তার দুর্দান্ত পারফরম্যান্সের ইঙ্গিত দেয়।
যেহেতু এটি এখনো একটি প্রোটোটাইপ, তাই আকুরা এর রেঞ্জ, ব্যাটারির আকার, গতি বা দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে এতে ২১ ইঞ্চি মাল্টি-স্পোক রিম ও বড় আকারের ব্রেম্বো ব্রেক ব্যবহার করা হয়েছে।
গাড়িটিতে একটি যুগোপযোগী বাই-ডিরেকশনাল চার্জিং ফিচার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে গাড়িটি একটি ভ্রাম্যমাণ পাওয়ার ইউনিট হিসেবে কাজ করবে। এই দ্বিমুখী চার্জিং প্রযুক্তির মাধ্যমে গাড়ি থেকে বাড়ির অন্যান্য যন্ত্র চালানো যাবে। ইভি বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এ ফিচার আগে থেকে যুক্ত করল আকুরা।
হোন্ডার প্রথম পূর্ণাঙ্গ নিজস্ব ইভি সফটওয়্যার-নির্ভর মডেল হিসেবে আরএসএক্সকে ধরা হচ্ছে ব্র্যান্ডটির বিদ্যুৎচালিত ভবিষ্যতের সূচক। তবে গ্রাহকদের রেঞ্জ, ব্যাটারি ক্ষমতা কিংবা দাম সম্পর্কে জানতে অপেক্ষা করতে হবে আরেকটু সময়।