নতুন প্রেসিডেন্ট পেলেন দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন লি জে-মিয়ং। দীর্ঘ রাজনৈতিক বিশৃঙ্খলার পর প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির বিরোধীদলের এই নেতা। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, বিক্ষোভ এবং বিতর্কিত সেনাশাসনের ছায়া কাটিয়ে দেশের মানুষ গণতন্ত্রের পক্ষেই রায় দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বুধবার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মঙ্গলবার (৩ জুন) অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে জয়ী হন লি জে-মিয়ং। এর মাধ্যমে তিনি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সামরিক শাসন আর ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি জনমত গড়ে তোলার সুযোগ পেলেন। ইউন সুক ইওলের সামরিক শাসন জারির চেষ্টা ও তা নিয়ে দেশজুড়ে গণবিক্ষোভের ফলে তাকে পার্লামেন্ট অভিশংসনের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। বর্তমানে ইউন ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি।

৬১ বছর বয়সী এই রাজনীতিক মাত্র তিন বছর আগে ইউনের কাছে খুব অল্প ভোটে হেরে গিয়েছিলেন। এবার ফিরেই বড় জয় পেলেন।