মুক্তির পর প্রেক্ষাগৃহে যেন ঝড় তুলেছে ‘ধুরন্ধর’। ইতিমধ্যে শুধু ভারতেই ছবির ব্যবসা পেরিয়ে গেছে দেড়শো কোটির গণ্ডি। ছবিতে একাধিক তারকা থাকলেও সবচেয়ে বেশি নজর কেড়েছেন অক্ষয় খান্না। তার অভিনীত চরিত্র রহমান ডাকাতের কথা সবার মুখে মুখে ফিরতে শুরু করেছে।
তার এন্ট্রিকে কেউ কেউ আবার ‘জামাল কুদু পার্ট টু’ও বলতে শুরু করেছে। কিন্তু এই স্টেপের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে ১৯৮৯ সালের এক ভিডিওর। সেই ভিডিওতে একই কায়দায় নাচতে দেখা গিয়েছিল অক্ষয়েরই বাবা বিনোদ খান্নাকে!
ভাইরাল ভিডিওটি ১৯৮৯ সালের। লাহোরে এক চ্যারিটি ইভেন্টে যোগ দিয়েছিলেন রেখা ও বিনোদ খান্না।
সেখানে মঞ্চে তাদের সঙ্গে দেখা যায় জাভেদ মিঁয়াদাদ ও ইমরান খানকেও। মিঁয়াদাদও কোমর দোলান বিনোদ-রেখার সঙ্গে। নাচতে অনুরোধ করেন ইমরানকেও। স্মৃতির সরণি থেকে ভেসে আসা সেই ভিডিওতে নেটিজেনদের চোখ টেনেছে বিনোদ খান্নার স্টেপ।
বিশেষ করে তার হাতের মুভমেন্টের সঙ্গে আশ্চর্য মিল অক্ষয়ের ভাইরাল স্টেপের।
প্রশ্ন উঠছে, কোনোভাবে বাবার এই নাচের কায়দাই কি অনুসরণ করতে চেয়েছিলেন অক্ষয়?
ছবিতে অক্ষয়ের সহ-অভিনেতা দানিশ পান্ডোর জানিয়েছেন, ওই স্টেপ কিন্তু কোরিওগ্রাফারের শেখানো নয়। অভিনেতা নিজেই এই স্টেপে নাচতে চেয়েছিলেন। পরিচালক আদিত্য ধরকে অক্ষয় প্রশ্ন করেছিলেন, ‘এখানটায় আমি কি নাচতে পারি?’ জবাবে আদিত্য বলেন, ‘তোমার যা ইচ্ছা হয়…’ পরে সেই নাচ দেখে সেটে উপস্থিত সবাই খুশি হন।
পরে ছবি মুক্তি পেলে দেখা যায়, গানটিতে অক্ষয়ের এন্ট্রি দেখে প্রবল উত্তেজিত দর্শকরাও।
এদিকে আদিত্য ধর পরিচালিত সিনেমাটি প্রথম দিনেই ২৮ কোটির ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনে শনিবার ৩২ কোটির আয় হয়েছে। আর রবিবার ছুটির দিনে বক্স অফিসের সেই গ্রাফ একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটিতে। সব মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত ভারতে ১৫২.৭৫ কোটির ব্যবসা করেছে ‘ধুরন্ধর’। ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন দাঁড়িয়েছে ২২৪.৭৫ কোটি রুপিতে।