আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, নারীর প্রতি অবমাননা বন্ধ এবং ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
মঙ্গলবার ( ১১ মার্চ) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন শুরু করেন তারা।
অপরদিকে, ধর্ষণ ও সব ধরনের সহিংসতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় তাদের ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
উভয় সমাবেশ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানানো হয়।