দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে আপন শেখ হাসিনা: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভুলভ্রান্তি আমাদের থাকতে পারে। কিন্তু এ দেশে বঙ্গবন্ধু, এরপর তার কন্যা শেখ হাসিনা; এদের চেয়ে অন্য কেউ আপনাদের বেশি আপনজন, এটা আমি মনে করি না। আপনাদের সব দুঃখ–কষ্টে শেখ হাসিনার উদ্বেগ, বিচলিত হওয়া ও সহানুভূতিশীল হওয়ার যে মানসিকতা, সেটা আমরা খুব কাছ থেকে অনুভব করি।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি পূজামণ্ডপে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের অভিন্ন শত্রু জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা। এই শত্রুকে রুখতে হবে। সে জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে থাকব।

তিনি বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে, অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চিন্তাধারাকে বাঁচাতে হবে।

Comments (0)
Add Comment