দেশের সবচেয়ে এলিট বাহিনীর শক্তিমত্তা দেখলেন কিম জং উন

সরেজমিনে দেশের সবচেয়ে এলিট বাহিনীর শক্তিমত্তা দেখলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ।

শনিবার (১ নভেম্বর) উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর ১১তম কর্পস পরিদর্শনে যান কিম জং উন। যা দেশটির বিশেষ বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে উন্নত।

এসময়, সর্বোচ্চ নেতাকে জাঁকজমকভাবে স্বাগত জানায় সেনাসদস্যরা। পরে এলিট বাহিনীর সদস্যদের বিশেষ শারীরিক সক্ষমতা ও কসরত প্রদর্শন করেন তিনি। আয়োজন শেষে শীর্ষ জেনারেলসহ সেনাসদস্যদের সাথে গ্রুপ ছবি তোলেন কিম জং উন।

উল্লেখ্য, রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেয়ায় মডার্ন ওয়ারফেয়ারের অভিজ্ঞতা রয়েছে এই কোরের সদস্যদের।