দেশবাসীকে শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া

বিএনপির নেতাকর্মীসহ দেশের সব মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (৬ মে) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চি‌কিৎসক ও বিএন‌পির স্থায়ী কমি‌টির সদস‌্য ডা. এ জেড এম জা‌হিদ হোসেন।

এর আগে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ফিরোজায় প্রবেশ করেন বিএনপি প্রধান। খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) সকাল সাড়ে ১০টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান বিএনপির নেতা-কর্মীরা।

খালেদা জিয়াকে বিমানবন্দরে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা। দলীয় চেয়ারপারসনকে একনজর দেখতে এবং তাঁকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছুটে আসেন বিমানবন্দর সড়কে।

খালেদা জিয়াডা. এ জেড এম জা‌হিদ হোসেনবিএনপি চেয়ারপারসন