দূষিত শহরের তালিকায় ঢাকা পঞ্চম,স্কোর ১৮৯

বাতাসের মানে কিছুটা উন্নতি

টানা তিন দিন ধরে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। শনিবার (৭ নভেম্বর) আইকিউএয়ারের বাতাসের মান সূচকে ঢাকার স্কোর ১৮৯; যা সকাল ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের ওয়েবসাইটে এ চিত্র দেখা যায়।

বায়ুদূষণে বুধ, বৃহস্পতি ও শুক্রবার সকালে ঢাকা বিশ্বের ১২৬ দেশের মধ্যে শীর্ষে ছিল। শনিবার পঞ্চম স্থানে রয়েছে মেগাসিটি ঢাকা।

একই সময়ে ২৪৬ স্কোর নিয়ে বায়ুদূষণে প্রথম স্থানে আছে মিশরের ইজিপ্ট। ২২২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে চীনের সাংহাই। ২১০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে চীনের হ্যাংজু। ২০১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে ভারতের রাজধানী দিল্লি। আর পঞ্চম স্থানে ঢাকা।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আর সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

Comments (0)
Add Comment