দুদকে ৯১ কনস্টেবল পদের বিপরীতে আবেদন দেড় লাখ

দুর্নীতি দমন কমিশনে (দুদক) কনস্টেবল পদে ৯১ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদের জন্য ১ লাখ ৫৪ হাজার ৫৭০ জন প্রার্থী আবেদন করেছেন। সে হিসেবে গড়ে প্রতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ১ হাজার ৬৯৮ জন।

দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেটধারী শিক্ষার্থীরা এ পদের জন্য আবেদন করেছেন।

গ্রেড ১৭ পদমর্যাদায় বেতনস্কেল ৯,০০০-২১,৮০০ টাকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ছিল ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা। অনলাইনে আবেদন নেয়া শুরু হয় ১৩ আগস্ট থেকে।