দুই গোলে এগিয়েও জাপানে ধরাশায়ী আনচেলত্তির ব্রাজিল

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেও হেরে গেল ব্রাজিল। টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে তিন গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারের স্বাদ দিয়েছে এশিয়ার পরাশক্তি জাপান।

ম্যাচের প্রথমার্ধে ২৬ ও ৩২ মিনিটে দুই গোল পেয়ে যায় ব্রাজিল। ব্রুনো গিমারায়েসের অ্যাসিস্টে প্রথম জাপানের জালে বল জড়ান ডিফেন্ডার পাওলো হেনরিকে। এরপর ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকেতার সহায়তায় লক্ষ্যভেদ করেন গাব্রিয়েল মার্তিনেল্লি।

এই দুই গোলের লিডে স্বস্তি নিয়েই মধ্যবিরতিতে যায় লাতিন আমেরিকান জায়ান্টরা।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল শোধ করে দেয় জাপান। সাবেক লিভারপুল ফুটবলার তাকুমি মিনামিনো জাল খুঁজে পেলে কিছুটা স্বস্তি পায় তারা।

তব সেই গোল হজমের পরও দারুণ খেলতে থাকা ব্রুনো, ভিনিসিয়ুস জুনিয়র আর মার্তিনেল্লিকে তুলে নেন ব্রাজিল কোচ আনচেলত্তি। তাতে হিতে-বিপরীত হয়। গতিময় ফুটবলে ৬২ মিনিটে কেইতো নাকামুরা এবং ৭১ মিনিটে আয়াসে উয়েদার পায়ে যথাক্রমে সমতা এবং জয়সূচক গোল পেয়ে যায় স্বাগতিকরা।