কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নারীসহ পাঁচজনের প্রাণ গেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কাভার্ড ভ্যান ভৈরবের দিকে আসার সময় অপর একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় মাঝখানে পড়ে যায় সিএনজিচালিত একটি অটোরিকশা। পেছনের কাভার্ড ভ্যানটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি সামনে থাকা আরেকটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও চার যাত্রী নিহত হন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন জানান, নিহতদের মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পরপর কাভার্ড ভ্যান দুটির চালক পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি।
ভৈরব উপজেলার কিশোরগঞ্জ-সিলেট মহাসড়কের পুরাতন ব্রক্ষ্মপুত্র সেতু সংলগ্ন জগন্নাথপুর এলাকায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন মিয়া জানিয়েছেন।
ওসি বলেন, নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা এলাকা থেকে তিনজন নারী ও একজন পুরুষ যাত্রী নিয়ে অটোরিকশাটি ভৈররে যাচ্ছিল। পথে একই দিক থেকে আসা ফ্রেশ কোম্পানির একটি কভার্ড ভ্যান অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি কভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তাদের লাশ উদ্ধার করে।