দিল্লিতে প্যারেডে বাংলাদেশের সশস্ত্র বাহিনী

আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। করোনা মহামারি পরিস্থিতিতে এবার কোনও বিদেশি রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবে না। তবে নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্যারেডে অংশ নেবে বাংলাদেশের তিন বাহিনীর সদস্যরা। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়, প্রজাতন্ত্র দিবসের প্যারেডের প্রথম দশ সারির নেতৃত্ব দেবে বাংলাদেশের সেনারা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশের সেনারা এই প্যারেডে অংশ নেবেন বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশের তিন বাহিনীর মুখপাত্র মোহাতাসিম হায়দার চৌধুরী বলেন, প্যারেডে প্রথম ছয়টি সারি থাকবে সেনাবাহিনীর। পরের দুইটি নৌবাহিনীর এবং পরের দুইটি থাকবে বিমানবাহিনীর। আমরা স্বাস্থ্যবিধি মেনেই এই প্যারেডে অংশ নেবো।

Comments (0)
Add Comment