আগের মতো দিনের ভোট রাতে হওয়ার আশঙ্কা এবার নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন এবার এমন একটি নির্বাচন করতে চায়, যেখানে ভোটাররা আস্থা রাখতে পারেন।
সোমবার (৫ মে) ময়মনসিংহে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ওই অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিইসি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। রাজনৈতিক বির্তকে জড়াবে না। প্রতিটি সিদ্ধান্ত কমিশনের সম্মিলিত মতেই নেওয়া হচ্ছে। কারও একক সিদ্ধান্তে কিছু হচ্ছে না। নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। নাসির উদ্দীন আশ্বস্ত করেন, দেশের মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে- এটাই এখন কমিশনের সবচেয়ে বড় লক্ষ্য।
এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। শপথের বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।