মহাসড়কে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধসহ চার দফা দাবিতে আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে ৯৬ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা দিয়েছে দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন।
ফলে বুধবার থেকে ৯৬ ঘণ্টা দিনাজপুর জেলার ১৩ উপজেলায় বন্ধ থাকবে ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টরসহ সব পণ্যবাহী যানবাহন।
মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবে দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরি কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মবিরতির ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী। এ সময় সংগঠনের সভাপতি আলতাফ হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মবিরতিকালীন অন্য জেলা থেকে আসা কোনো ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যানকে প্রবেশ করতে দেওয়া হবে না। তিন দিনের মধ্যে ফলপ্রসূ আলোচনা না হলে রংপুর বিভাগীয় কমিটির সঙ্গে আলোচনা করে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথা জানান তারা।
চার দফা দাবিসমূহ হলো— বাংলাদেশ শ্রম আইন ২০০৬, ২০১৩ ও ২০১৭ সনের শিল্প সম্পর্কিত অধ্যাদেশ আইন দ্রুত বাস্তবায়ন, চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানে হয়রানি বন্ধ করা, গাড়ির কাগজপত্র যাচাইয়ের নামে পুলিশি হয়রানি বন্ধ করা এবং পৌর টোলের নামে সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা।