দারফুরে অব্যাহত রক্তপাত-সহিংসতা, শহর ছাড়ছে বাসিন্দারা

সুদানের দারফুর অঞ্চলের আল ফাশিরে এখনও অব্যাহত রক্তপাত-সহিংসতা। দলে দলে শহর ছাড়ছে বাসিন্দারা।

নিখোঁজ শত শত মানুষ। পথে পথে এমনকি বাড়ি বাড়ি গিয়েও তাণ্ডব চালাচ্ছে আরএসএফ সদস্যরা।

দারফুর অঞ্চলের শহরটির টেলিকমিউনিকেশন ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। তাই অনেকেই যোগাযোগ করতে পারছেন না আত্মীয়-স্বজনদের সাথে। ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় দেখা দিয়েছে চরম মানবিক সংকটও।

গত সপ্তাহে আরএসএফ, আল ফাশির দখলে নেয়ার পর থেকেই হত্যা, ধর্ষণ আর লুটপাট চলছে শহরটি জুড়ে। পথে পথে পড়ে আছে শত শত মরদেহ। বাস্তুচ্যুত হয়েছে ৬২ হাজারের বেশি মানুষ।

/এমএইচ