তেল-গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব পাক প্রধানমন্ত্রীর নাকচ

পাকিস্তানে জ্বালানি তেল ও গ্যাসের দাম আপাতত বাড়ছে না। তেল-গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পাকিস্তান মুসলিমলীগ (নওয়াজ) টুইটারে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। পেট্রোলিয়ামজাত পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য সরকার ভর্তুকি দেবে বলে জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

সম্প্রতি তেল-গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পেট্রোলের দাম পাকিস্তানি মুদ্রায় ২১ দশমিক ৫০ টাকা এবং ডিজেলের দাম ৫১ দশমিক ৩০ টাকা বাড়াতে অর্থ বিভাগকে প্রস্তাব জানিয়েছিল।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান পেট্রোল ও ডিজেলের দাম পাকিস্তানি মুদ্রায় লিটারে ১০ টাকা কমানোর ঘোষণা দিয়েছিলেন। ২০২২-২৩ সালের বাজেট পর্যন্ত আর দাম না বাড়ানোরও সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি।

Comments (0)
Add Comment