তুরস্কে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় বাংলাদেশী হাসানের স্বর্ণপদক জয়

তুরস্কে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার ও স্বর্ণপদক লাভ করেছেন বাংলাদেশী ছাত্র হাফেজ মুগনিউল হাসান। তুরস্কের আদানা শহরের চুকুরোভা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে অধ্যয়নরত করছেন হাসান।

বিশ্বের ৩০ টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আন্তর্জাতিক দাতা সংস্থা (আইএইচএইচ) আদানা শাখা এবং আদানা শহরে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা ‘চুকুরোভা ইন্টারন্যাশনাল স্ট্যুডেন্ট এসোশিয়েসন এর যৌথভাবে আয়োজন করা ওই
ওই কিরাত প্রতিযোগিতার।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ছয়টি দেশের প্রতিনিধি বাছাই করা হয়। গত শনিবার গ্র্যান্ড ফিনালে তে তিনজনকে পুরষ্কৃত করা হয়। তাদের মধ্যে প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে বাংলাদেশের শিক্ষার্থী মুগনিউল হাসান, ফিলিস্তিনি শিক্ষার্থী হুসাম আল নাফফার এবং মিশরের শিক্ষার্থী আহমেদ আদেল।

উল্লেখ্য, হাসানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায়। তিনি বাংলাদেশে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে আলিম পাস করার পরই তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে ২০১৬ সালে তুরস্কে যান।

গ্র্যান্ড ফিনালে তে তার হাতে পুরস্কার তুলে দেন আইএইচএইচ এর আদানা শাখা সভাপতি মাহমুদ ইরসালিন।

Comments (0)
Add Comment