তিন মাসে ৯,২৪১ কর্মী ছাঁটাই করেছে আলিবাবা

চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত নয় হাজার ২৪১ জন কর্মী ছাঁটাই করেছে আলিবাবা। চীনা ই-কমার্স জায়ান্টটির বিক্রি নিম্নমুখী হওয়ায় এ পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

আলিবাবা জানিয়েছে, সর্বশেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির কর্মী ছিল ২ লাখ ৪৫ হাজার। ওই সময় প্রথমবারের মতো আয় কমে প্রতিষ্ঠানটির। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কর্মী সংখ্যা কমিয়ে এনেছে আলিবাবা।

এর আগে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চার হাজার ৩৭৫ জন কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি।

ভূরাজনৈতিক অস্থিরতা, কাঁচামালের দাম বৃদ্ধি ও অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতির কারণে প্রযুক্তি সংস্থাগুলো ওই সময় কর্মী ছাঁটাই করে চলছিল। এর জেরে কর্মী ছাঁটাই করেছে আলিবাবাও।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল, অ্যালফাবেট ও মেটা কর্মী নিয়োগ কমিয়েছে। অন্যদিকে আলিবাবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যামাজন প্রায় এক লাখ কর্মসংস্থান যুক্ত করেছে।

Comments (0)
Add Comment