তিন চাকার অটোতে গাড়ির সুবিধা!

একেবারে গাড়ির মতো। শহুরে এলাকায় অটোর চলাচল বেশি। সেদিক থেকে পরিবেশবান্ধব এই যাত্রীবাহী বাহন বাজারে তাক লাগিয়ে দেবে বলেই আশা সংশ্লিষ্টদের। বলছি টিভিএসের প্রথম তিন চাকার বৈদ্যুতিক অটোর কথা। যার মডেল টিভিএস কিং ইভি ম্যাক্স। এটা শুধু বৈদ্যুতিক নয়, ব্লুটুথ কানেক্টেডও।

টিভিএস মোটরের কমার্শিয়াল মোবিলিটি বিভাগের বিজনেস হেড রজত গুপ্ত বলেন, ‘তিন চাকার গাড়ির দুনিয়ায় ব্যাপক ফারাক গড়ে দেবে টিভিএস কিং ইভি ম্যাক্স। শহরের পরিবহন ব্যবস্থার উন্নতি হয়েছে। বিকল্প শক্তির চাহিদাও ক্রমশ বাড়ছে। তাই সব দিক থেকেই আমাদের এই মডেল নতুন মাত্রা যোগ করবে’।

রজত গুপ্ত আরও বলেন, ‘টিভিএস কিং ইভি ম্যাক্সে রয়েছে উন্নত বৈদ্যুতিক প্রযুক্তি। ফলে পরিবেশবান্ধব। যাত্রাও হয় আরামদায়ক। তাছাড়া অন্যান্য সুবিধাও মিলবে। এর দীর্ঘ রেঞ্জ, দ্রুত চার্জিং এবং চমৎকার পারফরম্যান্স যাত্রীদের জন্য সুবিধাজনক তো বটেই, চালকের আয়ও বাড়বে’।

একবার ফুল চার্জে ১৭৯ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে টিভিএস কিং ইভি ম্যাক্স। মাত্র ২ ঘণ্টা ১৫ মিনিটে ৮০ শতাংশ চার্জ হয়ে যায়। সাড়ে ৩ ঘণ্টায় হয় ফুল চার্জ। স্মার্ট ফিচার হিসেবে এতে রয়েছে টিভিএস স্মার্ট কানেক্ট। যা রিয়েল-টাইম নেভিগেশন, অ্যালার্ট এবং যানের সম্পূর্ণ ডায়াগনস্টিকস ফোনে জানিয়ে দেয়।

এতে দেওয়া হয়েছে সেমি মনোকক চেসিস। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮৫ মিমি, অর্থাৎ যেকোনও রাস্তায় আরামে চালানো যাবে। চালানোর জন্য তিনটি মোডও দেওয়া হয়েছে—ইকো, সিটি এবং পাওয়ার। এতে টার্ন বাই টার্ন নেভিগেশন, মাইলেজ সাইন, ইনকামিং ফোন নোটিফিকেশন, চার্জিং স্টেশন লোকেটর এবং লাইভ ট্র্যাকিংসহ নিরাপত্তার বিষয়েও বেশ গুরুত্ব দেওয়া হয়েছে।

এতে রয়েছে শক্তিশালী ৫১.২ ভোল্ট লিথিয়াম আয়ন এলএফপি ব্যাটারি। যা ১১ কিলোওয়াট পাওয়ার এবং ৪০ নিউটন মিটার টর্ক দেয়। গতিবেগ ০ থেকে ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় তুলতে সময় লাগে মাত্র ৩.৭ সেকেন্ড। শহুরে পরিবেশের জন্য একেবারে আদর্শ।

Comments (0)
Add Comment