আফগানিস্তানের শেবারজান শহরে বিমান হামলায় দুই শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির ওই প্রতিবেদনে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমান-এর টুইটকে উদ্ধৃত করে বলা হয়েছে, শেবারজানে তালেবান যোদ্ধাদের জমায়েত ও গোপন আস্তানা লক্ষ্য করে বিমানবাহিনী হামলা চালায়।
বিমান হামলায় দুই শতাধিক তালেবান নিহত হয়। এতে তালেবানের বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও যানবাহন ধ্বংস হয়েছে বলেও টুইটে উল্লেখ করেন ফাওয়াদ।
ফাওয়াদ আরো বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বি-৫২ জঙ্গি বিমান দিয়ে তালেবানদের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। মার্কিন বিমান বাহিনীর হামলায় তালেবানরা ব্যাপক হতাহতের শিকার হয়েছে।
সূত্র: এনডিটিভি।