চীনের রক্তচক্ষুকে উপেক্ষা করে তীব্র উত্তেজনার মধ্যে তাইওয়ানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। কেন হঠাৎ করে তিনি তাইওয়ান সফর করলেন এ নিয়ে বিশ্বজুড়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ।
তাইওয়ান পৌঁছেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর কারণ স্পষ্ট করেছেন ন্যান্সি পেলোসি। নিজের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে তিনি লিখেছেনঃ তাইওয়ান সফরের মানে হলো, আমরা (যুক্তরাষ্ট্র) গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকারকে সম্মান করি: আবারো জানাচ্ছি যে, তাইওয়ান এবং সমস্ত গণতন্ত্রকে অবশ্যই সম্মান করা উচিত।
এর কিছুক্ষণ আগে আরেকটি টুইটে তিনি লিখেনঃ আমাদের অংশীদারের প্রতি আমাদের যে সমর্থন রয়েছে, তাইওয়ানের নেতৃত্বের সাথে আমাদের আলোচনা সেটাই পুনরায় নিশ্চিত করে। স্বাধীন ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতি সহ আমাদের অভিন্ন স্বার্থের কথাও প্রকাশ করে।
উল্লেখ্য, টুইটে তাইওয়ানের বিমানবন্দর থেকে নেমেই তোলা একটি ছবিও শেয়ার করেন
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।