সুস্থতার জন্য সামাজিক আন্দোলন ওলামা কেরামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) সকালে উত্তরা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটিকর্পোরেশন এর মেয়র আতিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ঢাকা ১৮ আসনের সাংসদ হাবিব হাসান এমপি।
অনুষ্ঠানে ঢাকার উত্তরা জোনের প্রায় ৮ শত মসজিদের ইমাম মুয়াজ্জিন ও মাদরাসার শিক্ষকগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু নীয়ন্ত্রনে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকার প্রশংসা করে বলেন, আপনাদের একটু ভূমিকা সমাজের চিত্র পাল্টে দিতে পারে। পণতিটি মসজিদে নামাজ পরবর্তী সময়ে মুসল্লীদের সচেতন করার আহবান জানান।এছাড়াও জুমার দিনে প্রতিটি মসজিদে ডেঙ্গু সচেতনতায় বক্তব্য রাখার অনুরোধ করেন। মাওলানা মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর ও ওলামাবৃন্দ। এসময় তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে মেয়রকে সর্বাক্তক সহোযোগিতার আশ্বাস দেন।