ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলা, আহত ২

সারাদেশে বাউল সাধকদের ওপর হামলার বিচার ও বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন বাউলশিল্পী।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের কোর্ট চত্বরে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সম্প্রীতির ঐক্যের ব্যানারে জেলার সাংস্কৃতিক কর্মীরা। এ সময় আকস্মিকভাবে তৌহিদী জনতার নামে একটি সংগঠনের সমর্থকরা বাউল বিরোধী স্লোগান দিতে দিতে এসে হামলা করে। এ ঘটনায় সদরের পাচবিবি এলাকার সামছুল হক চিসতি এবং হটাত পাড়ার মোখলেছ পাগলা আহত হয়।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ সারোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। ওসি আরও জানান, বাউল শিল্পীদের আমরা বলেছি আপনাদের অভিযোগ থাকলে সেটি লিখিতভাবে থানায় দেন। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।