চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমান বলেছেন, ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের হার স্বীকার করলে এবং পদত্যাগ করলে বুদ্ধিমানের পরিচয় দেবেন। ট্রাম্পের এক সময়ের দারুণ সমর্থক জেমান একটি নিউজ ওয়েবসাইটকে একথা বলেছেন বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
জেমান হাতেগোনা কয়েকজন ইউরোপীয় রাজনীতিবিদদের মধ্যে একজন যারা ট্রাম্পকে ২০১৬ সালের নির্বাচনের আগে সমর্থন করেছিলেন। কিন্তু এ বছরের নির্বাচনে তিনি সেরকম কিছু না করে বললেন, যেহেতু ফল পুনঃনিরীক্ষণের দাবি করা এবং আদালতে যাওয়া হয়েছিল, তাই ট্রাম্পের উচিত ভিন্ন কিছু করা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি না করে এবার হাল ছেড়ে দেওয়া এবং নতুন রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের অনুমতি দেওয়া অনেক বেশি যুক্তিসঙ্গত হবে।
৭৬ বছর বয়সী জেমান কমিউনিস্ট-পরবর্তী চেক প্রজাতন্তের রাজনীতিতে এক অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং দুটি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন।
চেক প্রেসিডেন্টরা যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মতো খুব একটা নির্বাহী ক্ষমতা রাখেন না, কিন্তু জেমান তার নিজস্ব প্রভাবকে রাশিয়া এবং চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করেছেন। তিনি ট্রাম্পের রাশিয়ার প্রতি প্রাথমিক উষ্ণ দৃষ্টিভঙ্গি, অভিবাসন নিয়ে কঠোর অবস্থান বা ইসরায়েলি সরকারের নীতিমালা বিষয়ে সমর্থনের পক্ষে ছিলেন।