ট্রাম্পের সঙ্গে বিতর্কে যাওয়ার পক্ষে নন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমাক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন বলেছেন, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় দ্বিতীয় বিতর্ককালে ডোনাল্ড ট্রাম্প অসুস্থ থাকলে তিনি এই বিতর্কের বিরোধিতা করবেন।

৭৭ বছর বয়সী বাইডেন বলেন, তিনি স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করতে চান।

সাংবাদিকদের তিনি আরও বলেন, আমি তার বিতর্কে অংশ নেয়ার মতো সক্ষম হওয়ার অপেক্ষায় রয়েছি। কিন্তু আমি আশা করছি, তা হবে স্বাস্থ্য বিধির সব নিয়ম-নীতি মেনে।

এদিকে ট্রাম্পের চিকিৎসকেরা বলেছেন, তার অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু তিনি বিপদমুক্ত নন।

তা সত্ত্বেও ট্রাম্প মঙ্গলবার টুইট করে বলেছেন, তিনি পরবর্তী বিতর্কে অংশ নেয়ার অপেক্ষায় আছেন। বাইডেন বলেন, ট্রাম্প যদি কোভিড -১৯ এ আক্রান্ত থাকেন তাহলে আমাদের বিতর্কে যাওয়া উচিত হবে না।

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে উভয় প্রার্থীর দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Comments (0)
Add Comment