মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ ১ মাসের জন্য স্থগিত হলেও এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে প্রায় সব খাতে। চাপ বাড়ছে বৈশ্বিক গাড়ি নির্মাণ শিল্পেও। গাড়ির বাড়তি দাম চাপ বাড়াবে ভোক্তাদের ওপর।
যুক্তরাষ্ট্রের শীর্ষ ৬ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের অনন্ত ১টি কারখানা রয়েছে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় বিপাকে রয়েছে প্রতিষ্ঠানগুলো। কারণ এতে শুধু দাম বাড়বে না, নেতিবাচক প্রভাবও পড়বে বৈশ্বিক বাজারে।
যুক্তরাষ্ট্রে এসব প্রতিষ্ঠানের কারখানা থাকলেও প্রায় ৮৭ শতাংশ মোটরগাড়ির যন্ত্রাংশ আমদানি হয় মেক্সিকো থেকে। মেক্সিকো এবং কানাডার ওপর ২৫ শতাংশ শুল্কের ফলে গাড়ি নির্মাতাদের বার্ষিক খরচ বাড়বে কয়েক বিলিয়ন ডলার। এ হারে শুল্ক আরোপে জিএম, ফোর্ড আর স্টেলান্টিসের বার্ষিক খরচ বাড়বে ৫৬ বিলিয়ন।
এসঅ্যাএন্ডপি গ্লোবাল জানায়, দেশ দুটির গাড়ির কারখানায় বছরে সাড়ে ৫ মিলিয়ন গাড়ি উৎপাদন করা হয়। যার মধ্যে ৪ মিলিয়ন গাড়ির বাজার যুক্তরাষ্ট্রে। শুল্ক কার্যকরের ফলে প্রতিটি ২৫ হাজার ডলারের গাড়িতে অতিরিক্ত ৬২৫০ ডলারের খরচ যোগ হবে।
শুল্কের বিপরীতে কোনো বিকল্প পরিকল্পনায় এখনও হাতে নেয়নি প্রতিষ্ঠানগুলো। তবে নির্মাতারা নতুন বাজার খুঁজে নিলেও দামের বোঝা ঠিকই চাপবে মার্কিনিদের ঘাড়ে।