ট্রাম্পের চেয়ে ১৫ লক্ষের বেশি দর্শক বাইডেনের অভিষেকে

জো বাইডেনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ক্ষণ টেলিভিশনে দেখেছেন ৪ কোটি মানুষ। ২০০৯ সালে বারাক ওবামা প্রথম মেয়াদে শপথ নেয়ার পর এটাই সবচেয়ে বেশি দেখা অভিষেক অনুষ্ঠানের রেকর্ড গড়েছে। নিউইয়র্ক টাইমস, লস এঞ্জেলস টাইমস, শিকাগো ট্রিবিউন সহ যুক্তরাষ্ট্রের অনেক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ১২ টা থেকে দুপুর সোয়া ১২ টা পর্যন্ত স্থায়ী বাইডেনের শপথ গ্রহণ এবং অভিষেক উপস্থিতি ব্রডকাস্ট নেটওয়ার্ক এবিসি, সিবিএস এবং এনবিসি সম্প্রচার করে। আর কেবল নিউজ চ্যানেলের মধ্যে সিএনএন, ফক্স নিউজ, এমএসএনবিসি ওই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেন। ফাস্ট ন্যাশনাল রেটিংস অনুযায়ী যার দর্শক ছিল ৩ কোটি ৯৯ লক্ষ। ২০১৭ সালে ডনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান দেখা দর্শকদের চেয়ে যা ১৫ লক্ষেরও অনেক বেশি।

আর ওবামার প্রথম অভিষেক অনুষ্ঠান দেখেছিল ৫ কোটি ১০ লক্ষ মানুষ। যদিও দ্বিতীয় মেয়াদের অনুষ্ঠান সেরকম দর্শক টানতে পারেনি, স্বভাবতই যেহেতু একই ব্যক্তি দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছিলেন।

Comments (0)
Add Comment