দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২০ জানুয়ারি) রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলে ট্রাম্পের শপথ গ্রহণের আগমুহূর্তে দেওয়া ভাষণে পুতিন এ অভিনন্দন জানান।
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহের কথা উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের অবস্থান শুধু একটি অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে হওয়া উচিত নয় বরং এই অঞ্চলে বসবাসকারী সব মানুষ ও জাতির বৈধ স্বার্থের প্রতি শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত দীর্ঘমেয়াদি শান্তি প্রয়োজন।
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী জানিয়ে পুতিন বলেন, ‘অবশ্যই আমরা ট্রাম্পের এমন অবস্থানকে স্বাগত জানাই। সদ্য অভিষিক্ত মার্কিন প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাচ্ছি।’ ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।