ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি, নতুন শুল্ক ৩ মাস স্থগিতের আহ্বান

ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি, নতুন শুল্ক ৩ মাস স্থগিতের আহ্বান

বাংলাদেশি পণ্যে আরোপ করা নতুন শুল্ক তিন মাসের জন্য স্থগিত চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘আমেরিকার শুল্ক পুনর্বিবেচনা করতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেওয়া হয়েছে। এতে তিন মাসের জন্য নতুন শুল্ক স্থগিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার কাজ করবে আমদানি বাড়াতে।’

শফিকুল আলম বলেন, ‘চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ আমেরিকার ট্রেড পলিসিকে পূর্ণ সহযোগিতা করবে।’

সম্প্রতি মার্কিন প্রশাসন বাংলাদেশের পণ্যে নতুন করে ৩৭ শতাংশ শুল্ক আরোপের পর নড়েচড়ে বসেন উপদেষ্টা, ব্যবসায়ী, গার্মেন্টস খাতসহ সংশ্লিষ্ট সকল পক্ষ। এ পরিস্থিতিতে গত শনিবার উপদেষ্টা ও সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরদিন অর্থ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও ৪ জন উপদেষ্টার উপস্থিতিতে উচ্চ পর্যায়ের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, শুল্ক বিষয়ে মার্কিন কর্তৃপক্ষকে দুটি চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।