টেস্ট দলে ফিরলেন বিজয়

এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন এনামুল হক বিজয়। পুরস্কার হিসেবে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় ও শেষ টেস্টের দলে ফেরানো হয়েছে তাকে।

শেষবার ২০২২ সালে টেস্ট ক্রিকেটে খেলেছিলেন টপ অর্ডার ব্যাটার বিজয়। তবে দল থেকে ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। তার জায়গায় নেওয়া হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা স্পিনার তানভির ইসলাম।

আজ রাতে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন বলতে এই দুটিই। আগামী সোমবার চট্টগ্রামে শুরু হবে শেষ টেস্ট। সিলেটে প্রথম টেস্টে টাইগারদের ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভির ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।