টেস্ট ক্রিকেটে কোহলি যুগের সমাপ্তি

ভারতীয় ক্রিকেটে আরেকটি অধ্যায়ের ইতি। রোহিত শর্মার পর এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি। বোর্ডের অনুরোধ উপেক্ষা করে নিজেই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

বিদায়ী বার্তা দিয়ে আজ কোহলি লিখেছেন, ‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি ক্যাপ পড়েছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। তৈরি করেছে আমাকে। শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব। সাদা পোষাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এসব চিরকাল সঙ্গে থাকবে আমার।’

১২৩টি টেস্ট ম্যাচে ৯,২৩০ রান, গড় ৪৬.৮৫, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিরাট কোহলির নাম সোনার অক্ষরে লেখা থাকবে। টেস্টে ৩০টি শতরান ও ৩১টি অর্ধশতরান করে বহু ম্যাচ জিতিয়েছেন দলকে। তবু সব কিছুর শেষ আছে, আর এবার শেষ হলো কোহলির টেস্ট অধ্যায়। টেস্ট থেকে অবসরের পর এখন শুধু ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে খেলে যাবেন কোহলি।

ভারতীয় ক্রিকেট কর্তারা চেয়েছিলেন কোহলি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন, বিশেষ করে রোহিতের অবসরের পর ইংল্যান্ড সফরের কঠিন পরীক্ষায় তাঁর অভিজ্ঞতা দলকে পথ দেখাতে পারে-এমনটাই ভাবা হয়েছিল। কিন্তু কোহলি বোর্ডের সেই আবেদন রাখলেন না।

গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছিলেন তিনি। প্রথম টেস্টে শতরান করলেও পরবর্তী ম্যাচগুলোতে ব্যর্থতা হয় তার সঙ্গী। সেই থেকেই মনস্থির করা শুরু। আজ, রোহিতের পথ অনুসরণ করে সেই সিদ্ধান্তে সিলমোহর দিলেন কোহলি।