বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি ছিল গতকাল। এই উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আবেগঘন স্মৃতিচারণ করেন দেশের প্রথম টেস্ট অধিনায়ক এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে বুলবুল ফিরে যান সেই সূচনার দিনে-যেখানে তারা সবাই মিলে গড়েন দেশের ক্রিকেট ইতিহাসের এক নতুন অধ্যায়।
শুধু মাঠের লড়াই নয়, টেস্ট মর্যাদা পাওয়ার আগে-পরে যে যাত্রাপথ পাড়ি দিতে হয়েছিল, তারও এক টুকরো স্মৃতি তুলে ধরেন বুলবুল। জানান, তিনি ইংল্যান্ডে থাকার সময় লর্ডসে আয়োজিত এক লাইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সেখানে আলোচনা হচ্ছিল বাংলাদেশ টেস্ট মর্যাদা পেতে পারে কি না। ‘আমি সেদিন সেখানে ছিলাম। পরে যখন সত্যিই আমরা টেস্ট স্ট্যাটাস পাই, মনে হয়েছিল আমি এক ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষদর্শী। সেই অনুভূতি আজও গর্ব দেয়।’
সীমিত পরিসরে আয়োজিত এবারের রজতজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত না থাকা অনেককে নিয়ে কিছু আক্ষেপ থাকলেও বুলবুল আশাবাদী ভবিষ্যৎ নিয়ে। তিনি বলেন, ‘৫০ বছর পূর্তি বা সুবর্ণজয়ন্তীতে আমরা বড় পরিসরে আয়োজন করতে চাই। তখন হয়তো আমাদের ১০০তম টেস্ট জয়ের সাক্ষী হব আমরা। হয়তো আমাদের একটা স্টেডিয়াম লাগবে সেই অনুষ্ঠান করতে। আমরা স্বপ্ন দেখতে চাই, বড় স্বপ্ন।’