টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর থেকে টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন।  

তিনি বলেন, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করে রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের শিক্ষার্থীরা। তারা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এই কর্মসূচি পালন করেন।

এক প্রশ্নের জবাবে ওসি রকিবুল আরও বলেন, সাড়ে ১১টার পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন। ]

বর্তমানে টেকনিক্যাল মোড় ও আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান রকিবুল।