সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া এবং সেটির তথ্য গোপন করে ব্যাপক চাপের মুখে পড়েছেন ব্রিটিশমন্ত্রী টিউলিপ সিদ্দিক। এ নিয়ে শোরগোল চলচে ব্রিটেনে। এবার টিউলিপকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘এ ধরনের ডাকাতির ঘটনার’ জন্য টিউলিপকে ক্ষমা চাওয়া উচিত।
ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসকে এ কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি পত্রিকাটিকে বলেন, লন্ডনের যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে, সেটির তদন্ত করা উচিত। যদি তদন্তে পাওয়া যায় তিনি এটি “ডাকাতির’ মাধ্যমে পেয়েছেন, তাহলে ফ্ল্যাটটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত।