ডলারের বিপরীতে টাকার দাম আরও ৯০ পয়সা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে হয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র সিরাজুল ইসলাম। এ নিয়ে মে মাসের মধ্যেই চতুর্থ বারের মতো কমানো হলো টাকার মান। এর আগে সর্বশেষ গত সোমবার ডলারের বিপরীতে টাকার মান ১ টাকা ১০ পয়সা কমানো হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ৮৯ টাকা ৯০ পয়সা দরে ডলার বিক্রি করা হয়েছে। আগে যা ছিল ৮৯ টাকা। এদিন বাংলাদেশ ব্যাংক ৮৯ টাকা ৯০ পয়সায় রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি খাতের চারটি ব্যাংকের কাছে ১৩ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে। সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে এ ডলার বিক্রি করা হয়।
ওদিকে, প্রবাসী আয় বাড়াতে ডলারের বেঁধে দেয়া দাম তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে জানিয়ে দেয়া হয়, বাজারের সঙ্গে সংগতি রেখে ব্যাংকগুলো নিজেরাই ডলারের দাম নির্ধারণ করতে পারবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক