টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন-হ্যারিস

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিন এবারের ‘পারসন অব দি ইয়ার’ বা ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হিসেবে দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বেছে নিয়েছে।

গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়ার ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন বাইডেন। নির্বাচনে তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদে লড়াই করা কমলা হ্যারিসও প্রথম নারী হিসেবে এই পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন।

তাদের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত করার কারণ জানিয়ে টাইম ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ এডওয়ার্ড ফেলসেনথাল লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের গল্প বদলে দেওয়ার জন্য, সহানুভূতির শক্তি যে বিভাজনের রোষানলের চেয়ে অনেক বড় সেটা দেখানোর জন্য, বেদনাক্রান্ত একটি বিশ্বে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখানোর জন্য জো বাইডেন ও কমলা হ্যারিসকে টাইমের ২০২০ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচন করা হয়েছে।’

প্রতিবছর ডিসেম্বরে সাময়িকীটির পক্ষ থেকে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচন করা হয়। এর আগে পাঠকের ভোটে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচনে একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়।

গত বছর টাইম ম্যাগাজিন বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বিশ্বে সাড়া জাগানো সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা টুনবার্গকে নির্বাচন করেছিল।

Comments (0)
Add Comment