ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদের পেছনে ঘুষ লেনদেন ও দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগে জয়পুরহাট বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন উপসহকারী পরিচালক আল মামুন এবং মেহেবুবা খাতুন রিতা। সঙ্গে ছিলেন উপসহকারী পরিদর্শক সালাহউদ্দিনসহ দুদকের অন্যান্য কর্মকর্তারা।
অভিযান চলাকালে বিআরটিএ অফিসে কর্মরত দুইজন বায়োমেট্রিক অপারেটরের বিরুদ্ধে ঘুষ গ্রহণের প্রমাণ পান দুদক কর্মকর্তারা। অভিযুক্তরা হলেন- মেহেদুল ইসলাম ও নাসির উদ্দিন।
অভিযান শেষে দুদকের পক্ষ থেকে জয়পুরহাট বিআরটিএ সার্কেল কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আব্দুল্লাহ আল মামুনকে অভিযুক্তদের বিষয়ে অবহিত করা হয়। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।