জেলেনস্কির অভিযোগ, খাদ্যশস্য রফতানি আটকে দিয়েছে রাশিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, তাদের ২২ মিলিয়ন টন খাবার রফতানি আটকে দিয়েছে রাশিয়া। পর্তুগীজ প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদেরকে জেলেনস্কি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনকে তার বন্দরগুলোকে অবরোধমুক্ত করতে সহায়তা না করলে জ্বালানি সংকটের পর খাদ্য সংকট দেখা দেবে।

চলমান সংকট নিরসনে সামরিক সমাধান একটি উপায় হতে পারে বলেও মন্তব্য করেন জেলেনস্কি। তিনি জানিয়েছেন, ইউক্রেনের সৈন্যদের বিনিময়ে রুশ সৈন্যদের মুক্তি দিতে সম্মত তারা।

তবে ক্রিমিয়ার এক বিচ্ছিন্নতাবাদী নেতা জানিয়েছেন, মারিউপোল স্টিল প্লান্ট থেকে আড়াই হাজার ইউক্রেন সৈন্য বন্দি হয়েছে। এর মধ্যে ৭৮ জন নারী। তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।

এদিকে, পোল্যান্ডের প্রেসিডেন্ট ডুডা ইউক্রেনের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে বলেছেন, ইউক্রেনকেই তার ভবিষ্যত নির্ধারণ করতে হবে। তিনি ইউক্রেনিয়ানদের তার দেশের অতিথি বলেও মন্তব্য করেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকার করেন পোলিশ প্রেসিডেন্ট।

Comments (0)
Add Comment