জেনিনে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এক কিশোরসহ অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর ‘আয়রন ওয়াল’ নামের অভিযানের অংশ হিসেবে শনিবার (১ ফেব্রুয়ারি) এই হামলা চালানো হয়। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রথমে ইসরায়েলি ড্রোন জেনিনের রাস্তায় থাকা মানুষের ওপর আঘাত হানে। এ সময় ১৬ বছর বয়সী কিশোর আহমাদ আল-সাদি নিহত হয় এবং গুরুতর আহত হন দুজন।

জেনিনের গভর্নর কামাল আবু আল-রুব জানান, এই হামলার কয়েক মিনিট পরই কাবাতিয়ায় একটি গাড়িতে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালিয়ে দুই যুবককে হত্যা করে। এরপর আরও একটি ড্রোন হামলায় একটি মোটরসাইকেলে থাকা দুই ফিলিস্তিনি নিহত হয়।

ফিলিস্তিনের গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয় গত ১৯ জানুয়ারি। এর দুই দিনের মাথায় ২১ জানুয়ারি থেকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

অভিযান শুরুর পর ইসরাইলি বাহিনী জানায়, জেনিনে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে তাদের সেনারা। জঙ্গি নেটওয়ার্কগুলো ধ্বংস এবং ভবিষ্যত আক্রমণ ব্যর্থ করার জন্য পশ্চিম তীরে এই অভিযান চালানো হচ্ছে।

ইসরায়েলি অভিযানের তীব্রতা বাড়তে থাকায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। জেনিনের পাশাপাশি ইসরায়েলি বাহিনী তুলকারেম শহর এবং শরণার্থীশিবিরে সামরিক অভিযান চালাচ্ছে, যেখানে বহু ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। এ ছাড়া বালাতা শরণার্থী শিবির, নাবলুস এবং আল-এইন শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

Comments (0)
Add Comment