জুনের শুরুতেই বাজেট: অর্থমন্ত্রী

আসছে জুন মাসের শুরুতেই ২০২০-২১ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, করোনা কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে বাজেট পেছানোর সুযোগ নেই। কারণ বাজেট একটি সাংবিধানিক বিষয়। সাংবিধানিক ভাবেই জাতীয় বাজেট সংসদে নিয়ে আসতে হবে। বাজেট ছাড়া একটি পয়সাও ব্যয় করার সুযোগ নেই।

বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে মোবাইলে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।

উল্লেখ্য, বর্তমান করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ মেয়াদে ছুটি ও বিভিন্ন স্থানে লকডাউনের কারণে প্রাক বাজেট আলোচনা আনুষ্ঠানিকভাবে করা সম্ভব হচ্ছে না। অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে অনলাইনে সকলের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে।

Comments (0)
Add Comment