জাহাঙ্গীরের পাশে থাকার প্রত্যয় জিয়াউর রহমান ফাউন্ডেশনের

আসন্ন ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত করোনাসহ জরুরি চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করবে সংগঠনটি। দলীয় নেতাকর্মীদের মামলা সংক্রান্ত সহায়তার জন্য লিগ্যাল এইড কমিটিও করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

এ লক্ষ্যে শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উত্তরায় একটি রেস্টুরেন্টে জেডআরএফের উপ-কমিটির প্রস্তুতি সভা হয়। পরে নেতৃবৃন্দ বিএনপি প্রার্থী এসএমএ জাহাঙ্গীর হোসেনের সাথে মতবিনিময় করেন।

সভায় উপস্থিত ছিলেন- জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, সদস্য সচিব ডা. একেএম মাসুদ আকতার জিতু, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ব্যারিস্টার মীর হেলাল, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, পেশাজীবী মাহিদ উদ্দিন ভুঁইয়া, ডা. পারভেজ রেজা কানন, অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, খান মো. মনোয়ারুল ইসলাম, ডা. ফাহিম আহমেদ চৌধুরী, দবির উদ্দিন তুষার, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, প্রকৌশলী মাহবুব আলম, এসএম গালিব, ডা. রাকিব উজ জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমান, ডা. গালিব হাসান প্রিতম, ডা. লাবিদ রহমান, ছাত্রদলের সাবেক নেতা ওমর ফারুক শাকিল, আপেল মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থীকে জয়ী করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন।

নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত যার যার অবস্থান থেকে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
ইতোমধ্যে ধানের শীষের প্রার্থীর পক্ষে জেডআরএফ‘র উদ্যোগে লিফলেট বিতরণ শুরু করেছেন নেতৃবৃন্দ।

ড. মোর্শেদ হাসান খান বলেন, আমরা দলীয় প্রার্থীকে বিজয়ী করতে যা করা দরকার তাই করবো। আমাদের জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে আমরা নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থেকে কাজ করবো ইনশাআল্লাহ। জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার অসুস্থ। সবার কাছে তার জন্য দোয়া কামনা করছি।

ডা. মাসুদ আকতার জিতু বলেন, আমরা সবাই ঐকঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো। ধানের শীষ প্রতীক নিয়ে ভোটারদের কাছে যেতে হবে।

এজন্য খুব দ্রুত সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে।
ড. ওবায়দুল ইসলাম বলেন, সর্বোচ্চ মনোবল নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের দলীয় প্রার্থী এসএম জাহাঙ্গীরকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে।

শামীমুর রহমান শামীম বলেন, ওয়ার্ডভিত্তিক কাজ করতে হবে। জেডআরএফের লিফলেট ভোটারদের কাছে পৌঁছাতে হবে। আমাদের বিজয় নিশ্চিত করতে হবে।

উত্তরায় জাহাঙ্গীর হোসেনের বাসভবনে সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-১৮ আসন উপনির্বাচনের প্রধান সমন্বয়ক আমান উল্লাহ আমান,
সমন্বয়ক আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, নাজিম উদ্দিন আলম, শহীদুল ইসলাম বাবুল, ওবায়দুল হক নাসির,
ঢাকা-১৮ আসনের প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সভায় আমান উল্লাহ আমান বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনে আমরা অংশ নিচ্ছি। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ।
সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
বিজয় ছাড়া কোনো বিকল্প নেই।

সবশেষে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা-১৮ আসনের সকল মানুষের দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করেন এসএম জাহাঙ্গীর হোসেন।

Comments (0)
Add Comment