জার্মানিতে করোনা ভাইরাস বা কভিড-১৯ রোগের প্রকোপ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। মাসব্যাপী লকডাউনের কারণেই তা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার জার্মান স্বাস্থ্যমন্ত্রী গেনস স্পান বলেন, গত ১২ এপ্রিল থেকে নতুন আক্রান্তের চেয়ে সুস্থ হয়ে ফেরাদের সংখ্যা বেড়েই চলেছে। সংক্রমণের হার নেমে এসেছে দশমিক ৭ শতাংশে। অর্থাৎ বর্তমানে আক্রান্ত একজন ব্যক্তির কাছ থেকে একজনের চেয়েও কম সুস্থ মানুষ সংক্রমিত হচ্ছে।
করোনাভাইরাসে জার্মানিতে মোট ৩ হাজার ৮৬৮ জনের মৃত্যু হয়েছে, যা ইউরোপের অন্য চার দেশ- ইতালি, স্পেন, ফ্রান্স ও যুক্তরাজ্যের চেয়ে কম। তবে জার্মানিতে এখনও মৃত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য কর্মীদের মধ্যেও সংক্রমণ ছড়াচ্ছে। দেশটিতে প্রায় ১ লাখ ৩৪ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত।
জার্মানিতে সর্বত্র সমানভাবে লকডাউনের কঠোর বিধিনিষেধ প্রযোজ্য ছিল না। শুধু বাভারিয়া ও সারল্যান্ড প্রদেশে কড়া লকডাউন ছিল।